শনিবার, ৩১ মে, ২০১৪

ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন দারুন একটি ওয়েডগেট । আশাকরি সবাই পছন্দ হবে ।

ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন দারুন একটি ওয়েডগেট । আশাকরি সবাই পছন্দ হবে ।

পেন্ড্রাইভ এর সব ডাটা শর্টকার্ট হয়ে গেছে? নিন মুহূর্তেই সমাধান!!


কেমন আছেন সবাই? আশা করি ভাল আজ আমি আপনাদের জন্য খুব দরকারি একটি পোস্ট নিয়ে এসেছি আশা করি ভাল লাগবে!  প্রায়ই দেখা যায় আপনি আপনার কোন বন্ধুর পিসিতে আপনার পেন্ড্রাইভ প্রবেশ করালেন কিন্তু আপনি দেখলেন আপনার পেন্ড্রাইভ এর সব কিছু শর্টকাট হয়ে গেছে! কিন্তু এখানে তো আপনার অনেক দরকারি ডাটা ছিল, যা আর ফিরিয়ে আনতে পারছেন না। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে পুরো পিসিতেই ছড়িয়ে পরে, শেষ পর্যন্ত অনেককেই দেখা যায় আর উপায় না পেয়ে উইন্ডোজ দেয়।
এখন আপনি কিছু স্টেপ এর মাধ্যমে সহজেই এ থেকে পরিত্রান পেতে পারেন। কিভাবে করবেন কাজটা অনেক ছোট্ট ও কম ঝামেলাপূর্ণ অর্থাৎ সহজেই আপনার ডাটাগুলো কে শর্টকাট থেকে আগের মত করতে পারেন।

আবারও আনলাম ESET NOD32, Kaspersky, Avast, Avira, Dr Web এর লাইসেন্স কী।

কেমন আছেন? আজ আপনাদের দেব ESET NOD32, Kaspersky, Avast, Avira, Dr Web এর জন্য লাইসেন্স কী । দেখে নেই কিসের কিসের লাইসেন্স কী  এবং key file দেওয়া হয়েছেঃ
ESETNOD32:
Free and Paid (Usernames and Passwords)
Kaspersky:
Kaspersky Anti-Virus 7 (কী ফাইল)
Kaspersky Anti-Virus 2010 (কী ফাইল)

আজব এক জিনিষ

গণিত নিয়ে অনেক গনিত বিদেদের অনেক রকম মাতা মাতি রয়েছে । তারা গণিতকে খেলা হিসাবে দেখেন । অনেক জলিট সমস্যাও তারা গণিত দিয়ে সমাধানের চেষ্টা করেন । তেমনি গণিতের এক বিষ্ময় কর তত্ত্ব সম্পর্কে আজ আপনাদের জানাব । এই সংখ্যা তত্ত্ব লিখেছেন “ডক্টর ম্যাট্রিক্স”
Lincoln

একই নামে ২টি ফোল্ডার তৈরি করুন

যে নামে ২ টি ফোল্ডার তৈরি করবেন ?

প্রথমে একটি ফোল্ডার তৈরি করেন ।
তারপর Start বাটন এ ক্লিক করেন । তারপর search programs and files e character map বের করে Open করুন ।

সোমবার, ২৬ মে, ২০১৪

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required