রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

ডেক্সটপে আইকন থাকবে ! কিন্তু আইকনের লেখা থাকবেনা !!

কম্পিউটার ওপেন করবার পর ডেক্সটপে আমরা বিভিন্ন রকমের আইকন দেখি। এই আইকন গুলোতে বিভিন্ন প্রোগ্রামের নাম লেখা থাকে। যেমন- My Computer, My Document ইত্যাদি। এখন কাজ হল আপনি এই সকল আইকন/ছবি গুলোকে ঠিক রাখবেন কিন্তু আইকনের লেখা থাকবেনা।

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

আসুন Google মামার সাথে মজা করি !

                                                              আসসালামু আলাইকুম ।
                                     uTZs9
                 পরমকরুনাময় আল্লাহর নামে শুরু করছি । আজ আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করলাম ।

200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন




ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?
আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়,

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

World's Biggest Flash Mob! , ICC T20 World Cup 2014 Flash mob Uncut Version.

CC worldcup T20 Flash mob. Participated more than 2000 Dancers. Held in Abahoni Field, Dhanmondi, Dhaka, Bangladesh.

Grey Dhaka এর আয়োজনে সহযোগিতায় ছিলো BD FILM Factory Productions ও Eàgles Dance Compàny

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required