সোমবার, ২৩ মার্চ, ২০১৫

আসুন যেনে নেই নতুন দুইটি সোশ্যাল ওয়েবসাইটের পরিচিতি...।

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের কে জানাবো নতুন দুইটি সোশ্যাল ওয়েবসাইট সম্পর্কে।বর্তমানে আমরা সবাই প্রায় সোশ্যাল  ওয়েবসাইট ব্যাবহার করি।তারমধ্যে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন, জোপ্পা হচ্ছে সবথেকে জনপ্রিয়। তবে বর্তমানে অনেক নতুন নতুন সোশ্যাল ওয়েবসাইট আসছে। তারমধ্যে থেকে আজ আমি আপনাদের দুটি সোশ্যাল ওয়েবসাইটের ব্যাপারে বল্ব।যাতে সকল ধরণের ফিচার রয়েছে। তাহলে আসুন যেনে নেই এই দুই ওয়েবসাইটের ব্যাপারে.







  • TSU

    • ওয়েবসাইট টি তে যেতে ছবির উপরে ক্লিক করুন

      বর্তমানে TSU জনপ্রিয় হয়ে দারাচ্ছে।এই সোশ্যাল ওয়েবসাইট টি তে রয়েছে নতুন কিছু ফিচার।আপ্নি এখান থেকে অর্থ ও উপার্যন করতে পারবেন। এই ওয়েবসাইট টি তে ১২ লক্ষ ইউজার রয়েছে বর্তমানে।ওয়েবসাইট টি আপনাদের পছন্দ হবে আশা করি।ওয়েবসাইট টি প্রতিষ্টা করা হয় ৭ আগস্ট ২০০৭।







      • Social World


        • ওয়েবসাইট টি তে যেতে ছবির উপরে ক্লিক করুন

          বর্তমানে Social World একটি নতুন সামাজিক ওয়েবসাইট বা সোশ্যাল ওয়েবসাইট।ওয়েবসাইট টি তে চ্যাট করার সুবিধা রয়েছে।তাই আপনি অনায়াসে আপনার বন্ধু এর সাথে চ্যাট করতে পারবেন।বর্তমানে ওয়েবসাইট টি তে ১০,০০০ ইউজার রয়েছে। ওয়েবসাইট টি আপনাদের পছন্দ হবে আশা করি।ওয়েবসাইট টি প্রতিষ্টা করা হয় ১৮ মার্চ ২০১৪ তে।

          তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত।আশা করি আপনারা সবাই ভাল থাকবেন।সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।


          রবিবার, ১৫ মার্চ, ২০১৫

          Windows এর চিরচেনা লুক পালটে দিন স্কিন প্যাক (Meego Skin pack) দিয়ে। পালটে যাবে আইকন থেকে শুরু করে সবকিছু

          উইন্ডোজের চিরচেনা চেহারা পালটে দিন স্কিন প্যাক দিয়ে। দেখতে একদম অন্যরকম হয়ে যাবে, চমকে দিন সবাইকে, নতুন স্টাইলে… লুক তো পাল্টাবেই, একই সাথে পাল্টাবে আইকন আর মাউস কার্সর ও…



          আপনি কি স্কিন প্যাক নামের সাথে নতুন ?? তাহলে আপনাকে বলছি এটি থিম এর মত।
          মোবাইলে থিম ব্যাবহার করেছেন না, অনেকটা সেরকম…
          তাহলে আসুন শুরু করি
          স্কিন শর্টঃ
          81      82
          ইনষ্টল করা খুব সহজ, অন্য সাধারন সফটওয়্যারের মতই ইনষ্টল করুন…
          তাহলেই পালটে যাবে আপনার কম্পিউটার নতুন সাজে…
          যদি তবুও সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন, এতে পরিবর্তন কেমন হবে সেটিও দেখতে পারবেন।
          Capture
          কি কেমন দেখলেন?? অসাধারন না?? আমার এই থিম টি অনেক পছন্দের, আমি নিজে ব্যাবহার করি
          আর হ্যা যদি মনে করেন আপনার কম্পিউটারের আগের অবস্থায় ফিরে যাবেন তাহলে বলছি সেটিও খুব সহজ। কন্টোল প্যানেলে গিয়ে স্কিন প্যাক টি আনইনষ্টল করেদিন , ব্যাস সব আগের মত…
          একবার ব্যাবহার করেই দেখুন না পছন্দ হলেও হতে পারে… ট্রাই করে দেখতে ক্ষতি কি???
          তাহলে ডাউনলোড করে নিন এই অসাধারন স্কিন প্যাকটিঃ






          যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে
          ফেসবুকে আমি Hridoy Varaby
          অথবা আমার ব্লগে Technology Tips BD অথবা Technology Life

          রবিবার, ৮ মার্চ, ২০১৫

          আসুন খুব সহজে একটি Website বানাই। (একদম নতুনদের জন্য, Html Css Java কিচ্ছু জানার প্রয়োজন নেই )

          আমরা সব সময় ই চাই নিজের জন্য একটা ওয়েব সাইট বানাতে, কিন্তু Html , Css সস্পর্কে কোন জ্ঞান নাই বলে অনেকেই পারি না। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। আগেই বলে রাখছি এটি একদম ই নতুনদের জন্য, তবে প্রফেশনাল রাও চাইলে ইউজ করতে পারেন। আমি আজ যে ট্রিপ দিবো এতে যে কেউ নিজের জন্য ওয়েব সাইট বানাতে পারবে। আসুন তাহলে শুরু করি।
          প্রথমে এখানে ক্লিক করুন , তাহলে নিচের মত একটি রেজিষ্টেশন পেইজ আসবে। এখানে আপনার নাম , ইমেইল দিয়ে রেজিষ্টেশন করুন। 
          l1
          Get Started এ ক্লিক করার সাথে সাথেই আপনার প্রথম ধাপ শেষ, এবার নিচের মত পেইজ আসবে, সেখানে লেখা থাকবে
          Site, Blog , Store. এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেমন Website বানাবেন আপনার জন্য!
          w1
          আপনি চাইলে সাইট বানাতে পারেন সব সিস্টেম একি রকম, আমি এখন আপনাকে ব্লগ বানানো দেখাবো, আসুন শুরু করি।
          তাহলে ব্লগ এ ক্লিক করুন। 
          এবার আপনাকে আপনার Website এর জন্য একটা থিম সিলেক্ট করতে বলবে, আপনি পেইজটায় দেখুন অনেক অনেক থিম আছে, অনেক কালারের, এমন কি আপনি আপনার যেটি পছন্দ হবে সেটির ও কালার চেঞ্জ করে নিতে পারবেন।
          নিচের ছবি টি দেখুন। 
          w2 আপনার যে থিম টি পছন্দ হবে সেটির উপরে মাউচ রাখলে নিচের কোনায় Choose বাটন পাবেন, সেখানে ক্লিক করুন তাহলে থিম সিলেক্ট হয়ে যাবে, আপনি চাইলে Choose করার আগে কালার বাটন গুলো তে ক্লিক করে কালার ও চেঞ্জ করে নিতে পারন। আমি নিচের থিম টি নিলাম।  আমাদের সাইটটি দেখতে এরকম হবে। 
          w3
          থিম সিলেক্ট হয়ে গেলে আপনার নিচের মত একটি পেইজ আসবে, এখানে আপনাকে আপনার website ওয়ে জন্য লিঙ্ক সিলেক্ট করতে হবে। নিচের ছবিটি দেখুন আর আমার কালার করা জায়গা গুলো ভালো করে লক্ষ্য করুন। 
          w4
          সবুজ মার্ক করা যায়গায় আপনার Site এর জন্য আপনার পছন্দের লিঙ্ক দিন। যদি কালো মার্ক করা যায়গায় টিক মার্ক উঠে তাহলে আপনি ওই লিঙ্ক টি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটের জন্য ডট কম ডোমেইন নিতে পারবেন এজন্য লাল মার্ক করা যায়গায় আপনার লিঙ্কটি লিখতে হবে, আগেই বলে রাখি ডট কম কিংবা এরকম কোন লিঙ্ক আপনার সাইটে দিতে হলে টাকা লাগবে, মানে হল আপনি যদি লাল মার্ক করা যায়গায় কিছু দেন তাহলে আপনাকে টাকা দিতে হবে তাদেরকে, আর আমি যেহেতু ফ্রি ওয়েবসাইট বানাবো তাই সবুজ মার্ক করা যায়গায় ই লেখবো, এটা ফ্রি।
          তাহলে এখন দেখুন কিভাবে করতে হবে।
          আমি একটা লিঙ্ক দিয়েছি দেখুন Pchelpbdtest এবং এটা Available দেখাচ্ছে তার মানে আমি এই লিঙ্ক টি নিতে পারবো।
          তাহলে আমার সাইটের লিঙ্ক হবে www.pchelpbdtest.weebly.com
          এবার নিচের Continue বাটন এ ক্লিক করুন। 
          w7
          এবার উপরের মত একটি পেইজ আসবে, এবার ছবিটা ভালো করে লক্ষ্য করুন আমি সব কিছু ছবিতেই লিখে দিছি তবুও এখানে আরেকবার করে বলছি। প্রথমে My site লেখাটিতে ক্লিক করে Rename করে আপনার সাইটের নাম দিন , আপনি যে নামে সাইট বানাতে চান সে নাম, আমি এখানে Technology Life দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মত দিন।
          এবার ডান পাশের কোনায় দেখুন Publish নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করে আগে সাইট টি পাবলিশ করে নিন।
          এটা সবচেয়ে গুরুত্বপূর্ন। 
          w8
          তাহলে উপরের ছবির মত আসবে, এটার আসার মানে আপনার সাইট টি পাবলিশ হয়ে গেছে, এবার আপনার সাইট এর যে লিঙ্ক টি দিছেন সেটা দেখাবে, দেখুব আমাদের টা দেখাচ্ছে, 
          Http://pchelpbdtest.weebly.com . এখানে আপনার সাইটের লিঙ্ক দেখাবে। এখানে ক্লিক করে আপনার সাইট টি দেখতে পারেন। 
          এবার আসুন মুল কাজে। উপরের কোনার ক্রস মার্ক এ ক্লিক করে আগের পেইজে ফিরে আসুন। এবার আপনাকে দেখাবো কিভাবে পোষ্ট করতে হয়।
          লাল মার্ক করা পেইজ লেখাতে ক্লিক করুন। তাহলে নিচের মত একটা পেইজ আসবে এখানে সবুজ মার্ক করা ঘরে Blog লেখা থাকবে সেটা Rename করে Home লিখুন তারপর নিচে Save বাটন এ ক্লিক করুন। 
          w9
          মনে রাখবেন প্রতিবার কোন কিছু এডিট করার পর পাবলিশ বা আপডেট বাটনে ক্লিক করবেন। 

          এবার নিচের কোনায় New Post লেখাতে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন এরকম একটি পেইজ আসবে।
          w5
          এখানে New Post লেখার জায়গায় আপনার পোস্টের বিষয় লিখুন।
          এবার পোষ্টের বডিতে লেখা লেখতে চাইলে বা পাশের সাইট থেকে টেক্সট বাটনটি ড্রাগ করে এনে পোস্টের ভিতরে ছেড়ে দিন তাহলে টেক্সট লেখার বক্স আসবে, এভাবে আপনি যা দিতে চান, ছবি দিতে চাইলে ইমেন বাটন টি টেনে এনে ছেড়ে দিন, তাহলে ইমেজ আপলোড করতে পারবেন , এভাবে আপনার পোষ্ট টি লেখা শেষ হলে উপরের ডানপাশের কোনায় Post বাটনে ক্লিক করুন তাহলে পোষ্ট হয়ে যাবে। এবার জাষ্ট আপডেট দিন। তারপর আপনার ওয়েবসাইটে যান, দেখবেন নতুন পোষ্ট হয়ে গেছে…
          এবার আসুন বলি প্রতিবার আপনার ওয়েবসাইট টায় এডিট অপশনে যাবেন কি করে। খুব সহজ, এখানে গিয়ে Log in করুন।
          ব্যাস তাহলেই হল…
          এবার তাহলে Enjoy করুন আপনার নতুন ওয়েব সাইট।
          যেকোন প্রয়োজনে , কোথায় না বুঝলে বা হেল্প লাগলে কোন দিধা না করে আমার সাথে যোগাযোগ করুনঃ
          ফেসবুকে অথবা Skype তে।
          ফেসবুক এখানে
          Skype : Hridoy.varaby
          আর হ্যা আপনার নতুন সাইটের লিঙ্ক কমেন্টে দিতে ভুলবেন না যেন :) 

          নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

          * indicates required