বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

আনলিমিটেড মানি এবং ক্রিস্টেল (Fort Conquer Android) গেম

আমরা অনেকেই এনড্রয়েড এ ফোর্ট কনকোয়ার (Fort Conquer) গেমটা খেলে থাকি । গেমটা অনেক কঠিন আর মানি এবং ক্রিস্টেল পাওয়া অনেক কঠিন। আর এতা ছাড়া গেম অচল।
তাই আমি আপনাদের সুবিধার্থে আনলিমিটেড ভার্সনটি নিয়ে এলাম।
এটি ডাইনলোড করুন এখান থেকে।

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকার (সিএনএন)

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকারপ্রচার হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল সিএনএন এ। সাক্ষাৎকারটি নিয়েছে চ্যানেলটির আন্তর্জাতিকবিষয়ক প্রধান প্রতিবেদক ক্রিশ্চিয়ান আমানপোর। সাক্ষাৎকারে সাভারে ভবন ধসগার্মেন্টস সেক্টরেরনানা অনিয়মশ্রমি

লেখালেখিতে ফিরে আসা



সবাই ভীষণ অবাক হয়ে বলে- এখন আর লিখিস না?
আমি একটু হাসি দিই..
আমি কি কখনোই অনেক লেখালেখি করতাম?? হ্যাঁ, সেই স্কুল-কলেজে একটা ঝোঁক তো ছিল! পুরোনো খাতা-পত্র
ঘেঁটে এখনো অংকের থেকে লেখালেখির খাতাটাই বেশী মোটাসোটা মনে হতে পারে.. ঐ পর্যন্তই..
মাহমুদ ভাই বলেছিলেন- “লেখো না? সি.এস.ই তোমার সব খেয়ে দিলো নাকি?”
আমার কাছে মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি,আর আমার লেখালেখির আয়ু বোধহয় অনেক আগেই শেষ! আজকাল
কিছু লিখবো ভাবলেও লিখা হয়ে ওঠে না! সত্যি বলতে লিখব- আজকাল আমি সেটা ভাবিই না! লিখার জন্য বোধহয়
আসলে নিজের জন্য সময় বের করা প্রয়োজন, আমি নিজের জন্য সময় বের করাই ভুলে গেছি...লম্বা একটা সময়
ছুটি কাটিয়েও আমি আজকাল আর নিজের জন্য সময় বের করতে পারি না! চেষ্টাও করি না আসলে...প্রিয়মুখগুলোর
মাঝে ডুবে থাকতেই ভালো লাগে...
আজকের এই এতগুলো কথা আসলে কাউকে বলার জন্য বা কেউ পড়বে সেজন্য নয়, নিজেকেই কিছু বলার চেষ্টা
করছি...একটু হয়তো নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি! সেটাও নিজের জন্য না...তোমার জন্য...তোমার জন্য

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

কখনো ঘাবরে যাবেন না

পরিস্থিতি সব সময় আপনার সাপোর্টে থাকবে না এটাই স্বাভাবিক। ভুল মানুষেই হয়। সো খারাপ পরিস্থিতি আসতেই পারে। পরিস্থিতি খারাপ হলে অযথা ভাবতে বসবেন না কেন খারাপ হল, কারন ভাবতে বসে ইস ইস করে মানে ইস যদি ওটা করতাম, ইস যদি ওটা না করে এটা করতাম… ব্লা ব্লা ব্লা … এটা করে কোন লাভ নেই, আজ পর্যন্ত হয়ও নি আর কোনদিন হবেও না। তাই মাথা থেকে এটা ঝেরে ফেলুন। প্রথমে আপনাকে যা করতে হবে তা হল একটা জায়গায় স্থির হয়ে বসুন, পরিস্থিতিকে মেনে নিন, ধরে নিন এটাই হওয়ার কথা ছিলো তারপর সর্বশেষ অবস্থান থেকে ভাবতে শুরু করুন। প্রথমে ভাবুন আর কি কি খারাপ হতে পারে, এরপর যতগুলা এড়ানো সম্ভব অতগুলা এড়িয়ে বাকি গুলা মেনে নিন। মন কে শান্ত রাখুন। সকলের সামনে এমন ভাব ধরুন যেন কিছুই হয়নি, অই মুহুর্তের জন্য মনে করে নিবেন কিছু হয়নি এমন ভাব ধরাটাই আপনার প্রধান কাজ তাহলে দেখবেন মন শান্ত হবে। মন শান্ত থাকলে আপনি কখন ঘাবরাবেন না। আপনি শক্ত থাকলে পরিস্থিতি যতই খারাপ হোক আপনাকে আটকাতে পারবে না। একটা জিনিষ সব সময় মনে রাখবেন, “ঘাবরে গেলেন তো মরে গেলেন।”

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required