শনিবার, ২৮ জুন, ২০১৪

কম্পিউটারে খুব সহজে স্কিন শর্ট নেওয়ার সিস্টেম


নিচের পদ্ধতি অনুসরন করুন...

উইন্ডোজ এক্স পি / ৭ :
                               প্রথমে স্টার্ট মেনু তে যান। সেখানে গিয়ে সার্চ করুন "SnippingTool". এই নামের এ এপস টি পাবেন সেটি ওপেন করুন। এবার নিউ তে ক্লিক করুন। এখন আপনার পেইজ টি সাদা হয়ে যাবে এখন মাউসের রাইট বার্টনে ক্লিক করে সেটুকু সিলেক্ট করবেন সেটুকুর স্কিন সর্ট হয়ে যাবে। এরপর আপনার যেখানে খুশি সেভ করে নিন... :)

রবিবার, ১ জুন, ২০১৪

হাজার মাইল দূরে থাকা আপার বন্ধুর পিসি চালান আপনার পিসি তে বসে

 শিরো না দেখেই হয় ত সব বুজতে পেরে গেছেন আমি একটি সফটওয়্যার এর কথা বলছি, সফটওয়্যার টির নাম Team Viewer এই সফটওয়্যার টি দুই পিসি তে ইন্সটল থাকতে হবে আর তার সাথে নেট চালু থাকতে হবে। তা হলে সফটওয়্যার টি ডাউনলোড করেনিন.

ডাউনলোড করতে >এই খানে ক্লিক করুন


 ক) সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন, 

Torrent ফাইল ডাউনলোড করুন Idm দিয়ে
















হ্যাঁ বন্ধুরা এখন আপনিও Torrent ফাইল ডাউনলোড করতে পারবেন Idm ( Internet Download Manager) দিয়ে।
এর জন্য আপনাকে যাযা করতে হবে ঃ

আসুন নিজের নামে একটি সার্চ ইঞ্জিন বানাই । ( না দেখলে চরম মিস )




আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আপনাদের কে দেখাবো কিভাবে নিজের নামে একটি সার্চ ইঞ্জিন বানাবেন । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।

জনপ্রিয় এন্টি ভাইরাস Avast! 9 – 2014® সঙ্গে ২০৫০ পর্যন্ত লাইসেন্স A TO Z [ ১ ক্লিকে ফুল ভার্সন ! ১০০% পরিক্ষিত ]



বন্ধুরা সবাই ক্যামন আছেন । আশাকরি সবাই খুব খুব ভালো আছেন , আপনাদের দোয়াই আমিও ভালো আছি । যাই হোক কিছু দিন যাবত কোন পোস্ট করা হয়নি কিছু সমস্যার কারনে আশাকরি আপনাদের সাথে আগের মতো নিয়েমিত থাকতে পারবো । আজকে আমি আপনার সাথে জনপ্রিয় এন্টি ভাইরাস Avast নিয়ে পোস্ট করতে বসলাম । Avast টা অবশ্য একদম টাটকা বলাজাবে না তবে এটা ২০১৪ সালের তাই টাটকা বললে সমস্যা নাই ।

শনিবার, ৩১ মে, ২০১৪

ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন দারুন একটি ওয়েডগেট । আশাকরি সবাই পছন্দ হবে ।

ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন দারুন একটি ওয়েডগেট । আশাকরি সবাই পছন্দ হবে ।

পেন্ড্রাইভ এর সব ডাটা শর্টকার্ট হয়ে গেছে? নিন মুহূর্তেই সমাধান!!


কেমন আছেন সবাই? আশা করি ভাল আজ আমি আপনাদের জন্য খুব দরকারি একটি পোস্ট নিয়ে এসেছি আশা করি ভাল লাগবে!  প্রায়ই দেখা যায় আপনি আপনার কোন বন্ধুর পিসিতে আপনার পেন্ড্রাইভ প্রবেশ করালেন কিন্তু আপনি দেখলেন আপনার পেন্ড্রাইভ এর সব কিছু শর্টকাট হয়ে গেছে! কিন্তু এখানে তো আপনার অনেক দরকারি ডাটা ছিল, যা আর ফিরিয়ে আনতে পারছেন না। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে পুরো পিসিতেই ছড়িয়ে পরে, শেষ পর্যন্ত অনেককেই দেখা যায় আর উপায় না পেয়ে উইন্ডোজ দেয়।
এখন আপনি কিছু স্টেপ এর মাধ্যমে সহজেই এ থেকে পরিত্রান পেতে পারেন। কিভাবে করবেন কাজটা অনেক ছোট্ট ও কম ঝামেলাপূর্ণ অর্থাৎ সহজেই আপনার ডাটাগুলো কে শর্টকাট থেকে আগের মত করতে পারেন।

আবারও আনলাম ESET NOD32, Kaspersky, Avast, Avira, Dr Web এর লাইসেন্স কী।

কেমন আছেন? আজ আপনাদের দেব ESET NOD32, Kaspersky, Avast, Avira, Dr Web এর জন্য লাইসেন্স কী । দেখে নেই কিসের কিসের লাইসেন্স কী  এবং key file দেওয়া হয়েছেঃ
ESETNOD32:
Free and Paid (Usernames and Passwords)
Kaspersky:
Kaspersky Anti-Virus 7 (কী ফাইল)
Kaspersky Anti-Virus 2010 (কী ফাইল)

আজব এক জিনিষ

গণিত নিয়ে অনেক গনিত বিদেদের অনেক রকম মাতা মাতি রয়েছে । তারা গণিতকে খেলা হিসাবে দেখেন । অনেক জলিট সমস্যাও তারা গণিত দিয়ে সমাধানের চেষ্টা করেন । তেমনি গণিতের এক বিষ্ময় কর তত্ত্ব সম্পর্কে আজ আপনাদের জানাব । এই সংখ্যা তত্ত্ব লিখেছেন “ডক্টর ম্যাট্রিক্স”
Lincoln

একই নামে ২টি ফোল্ডার তৈরি করুন

যে নামে ২ টি ফোল্ডার তৈরি করবেন ?

প্রথমে একটি ফোল্ডার তৈরি করেন ।
তারপর Start বাটন এ ক্লিক করেন । তারপর search programs and files e character map বের করে Open করুন ।

সোমবার, ২৬ মে, ২০১৪

রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

ডেক্সটপে আইকন থাকবে ! কিন্তু আইকনের লেখা থাকবেনা !!

কম্পিউটার ওপেন করবার পর ডেক্সটপে আমরা বিভিন্ন রকমের আইকন দেখি। এই আইকন গুলোতে বিভিন্ন প্রোগ্রামের নাম লেখা থাকে। যেমন- My Computer, My Document ইত্যাদি। এখন কাজ হল আপনি এই সকল আইকন/ছবি গুলোকে ঠিক রাখবেন কিন্তু আইকনের লেখা থাকবেনা।

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

আসুন Google মামার সাথে মজা করি !

                                                              আসসালামু আলাইকুম ।
                                     uTZs9
                 পরমকরুনাময় আল্লাহর নামে শুরু করছি । আজ আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করলাম ।

200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন




ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?
আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়,

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

World's Biggest Flash Mob! , ICC T20 World Cup 2014 Flash mob Uncut Version.

CC worldcup T20 Flash mob. Participated more than 2000 Dancers. Held in Abahoni Field, Dhanmondi, Dhaka, Bangladesh.

Grey Dhaka এর আয়োজনে সহযোগিতায় ছিলো BD FILM Factory Productions ও Eàgles Dance Compàny

সোমবার, ৩১ মার্চ, ২০১৪

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

ফেসবুকে কমেন্টে রিপ্লাই বার্টন যুক্ত করুন

Professional way :: How to add "REPLY " button for comments in your  facebook account This tutorial will help you to understand and learn developing  beside adding "reply" button .

সোমবার, ১০ মার্চ, ২০১৪

※ ইউটিউব কে পাগল নাচ নাচিয়ে ছাড়ুন ※

আজ আপনাদের জন্য নিয়ে এলাম ইউটিউব টিপস ।Funny-Youtube- প্রতিনিয়ত অসংখ্য ভিডিও ক্লিপ দিয়ে আমাদের সহযোগিতা করছে  ইউটিউব । তেমন হালকা বিনোদনের ব্যেবস্তা আছে করেছে ইউটিউব । হারলেম শেকপাগল গানের জন্য YouTube-এ খুব জনপ্রিয় । গ্যেংগাম স্টাইল যেমন জনপ্রিয় হয়েছিল তেমনি পাগল নাচের জন্য হারলেম শেকও বেশ জনপ্রিয় । ইউটিউবে তার সেই জনপ্রিয় গানটি মাত্র ৪০ দিনে ১ বিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গেছিল । গানটি এখান থেকে নিতে পারেন । হারলেম শেকের এই ভিডিও গুলি অধিকাংশ সত্যিই অত্যধিক হাসিখুশি হয় । হারলেম শেক জনপ্রিয়তার পর, YouTube-এ একটি নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে । এখন আপনি হারলেম শেক সঙ্গীত সঙ্গে ইউটিউব নাচ করতে পারেন ।

৩২ এবং ৬৪ বিটের পার্থক্য

প্রযুক্তির এই সময়ে এখন কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা অনেক। আগের মত এখন আর কম্পিউটারের দেখা শুধু বিজ্ঞানাগার, অফিস আদালত অথবা বাসাতেই দেখা যায়না বরং এখন কিছু কিছু মুদি দোকানেও অনেক সময় কম্পিউটার দেখে অবাক হয়ে যেতে হয়। তবে অবাক হবার মূলত কিছুই নেই, একজন মুদি দোকানদার কেন প্রযুক্তির আলো থেকে বঞ্চিত হতে যাবেন! যাই হোক, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা কম না হলেও কম্পিউটার সংক্রান্ত এমন অনেক বিষয়ই আছে যেগুলো সাধারণ ব্যবহারকারীদের অজানা। এরকম বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে ’৩২ বিট এবং ৬৪ বিটের প্রসেসর’। অনেকেই আছে এই বিষয়টি বোঝেন না। তাই আজকে আমি ৩২ এবং ৬৪ বিটের পার্থক্য নিয়ে আলচোনা করে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করব।

রবিবার, ৯ মার্চ, ২০১৪

ফটোশপ বেসিক টিউটোরিয়ালঃ

ফটোশপ !!! জিনিস তাকে সবাই চিনি কিন্তু অনেকেই পারি না। 
আমরা অনেকেই ফটোশপ এর বেসিক না জেনেই অনেক বড় বড় এফেক্ট এর টিউটোরিয়াল এ হাত দেই। যেইটা করা উচিত না।এতে একে তো এফেক্ট ও ঠিক মতো হয় না । আবার কাজ না পেরে ফটোশপ কে অনেক কঠিন মনে হয় ।   তাই আমরা এখানে একদম সাধারণ বেসিক শিখবো 




 ফটোশপে কাজ করব আর ফটোশপের বাড়িটাকে ভালভাবে চিনব না,তা কি হয়? আর তাছাড়া কাজের জায়গাটির কোথায় কি আছে তার খুঁটিনাটি ভালভাবে জানা না থাকলে কাজ করতেও ভীষণ অসুবিধা। তাই,আমরা এখন দেখতে যাব ফটোশপের বাড়ি আর জেনে নিব আমাদের কাজের জায়গাটির খুঁটিনাটি সব। চলুন তবে যাওয়া যাক

শনিবার, ৮ মার্চ, ২০১৪

আপনি Android Phone কিনতে চাইছেন? একটু এদিকে আসুন

Android দুনিয়াতে আপনাকে স্বাগতমঃ 


বেশ কিছু বড় ভাইয়েরা আমার কাছে Android ফোন কেনার আগে পরামর্শ চাইতে আসেন। কাউকে সাহায্য করতে পারি। কাউকে ততটা পারিনা। তাই ভেবে দেখলাম অনেকেই আছেন যারা Android ফোন কেনার আগে যাচাই বাছাই করতে ইচ্ছুক, তবে তেমন সাহায্যকারী মানুষ পাননা (আমি ভুলও হতে পারি)। অনেকে আছেন ফোনের User Review দেখতে টেকটিউনসে ঢুঁ মারেন। তাই তাদের সুবিধার্থে কিছু জিনিস আলোকপাত করার চেষ্টা করলাম, যা আপনি ফোন কিনতে যাওয়ার আগে করবেন।

সোমবার, ৩ মার্চ, ২০১৪

নোটপ্যাড জাদু

আপনি যদি নোটপ্যাড কে অর্থহীন বা বেকার একটা সফ্ট ভাবেন তাহলে আমি বলবো আপনি ভূল।কারণ নোটপ্যাড দিয়ে যে অনেক কিছু করা যায় খুব সহজে।আপনি জানেন না বলে আপনার কাছে নোটপ্যাড কে অর্থহীন মনে হয়। তেমনই ১০টি টিপস দেব আপনাদের কে  । দেখুন আপনার কোনটা কাজে লাগে । ক্ষতিকর কয়েকটা আছে । ভেবে চিনতে করবেন । পিসি থেকে নোটপ্যাড ওপেন করার নিয়ম দেখে নিন । এই ছবি টা দেখুন । ১,২,৩ দেয়া আছে ।

বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৪

আনলিমিটেড মানি এবং ক্রিস্টেল (Fort Conquer Android) গেম

আমরা অনেকেই এনড্রয়েড এ ফোর্ট কনকোয়ার (Fort Conquer) গেমটা খেলে থাকি । গেমটা অনেক কঠিন আর মানি এবং ক্রিস্টেল পাওয়া অনেক কঠিন। আর এতা ছাড়া গেম অচল।
তাই আমি আপনাদের সুবিধার্থে আনলিমিটেড ভার্সনটি নিয়ে এলাম।
এটি ডাইনলোড করুন এখান থেকে।

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকার (সিএনএন)

সাভারে বহুতল ভবন ধসের ঘটনা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সুক্লুসিভ সাক্ষাৎকারপ্রচার হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ চ্যানেল সিএনএন এ। সাক্ষাৎকারটি নিয়েছে চ্যানেলটির আন্তর্জাতিকবিষয়ক প্রধান প্রতিবেদক ক্রিশ্চিয়ান আমানপোর। সাক্ষাৎকারে সাভারে ভবন ধসগার্মেন্টস সেক্টরেরনানা অনিয়মশ্রমি

লেখালেখিতে ফিরে আসা



সবাই ভীষণ অবাক হয়ে বলে- এখন আর লিখিস না?
আমি একটু হাসি দিই..
আমি কি কখনোই অনেক লেখালেখি করতাম?? হ্যাঁ, সেই স্কুল-কলেজে একটা ঝোঁক তো ছিল! পুরোনো খাতা-পত্র
ঘেঁটে এখনো অংকের থেকে লেখালেখির খাতাটাই বেশী মোটাসোটা মনে হতে পারে.. ঐ পর্যন্তই..
মাহমুদ ভাই বলেছিলেন- “লেখো না? সি.এস.ই তোমার সব খেয়ে দিলো নাকি?”
আমার কাছে মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি,আর আমার লেখালেখির আয়ু বোধহয় অনেক আগেই শেষ! আজকাল
কিছু লিখবো ভাবলেও লিখা হয়ে ওঠে না! সত্যি বলতে লিখব- আজকাল আমি সেটা ভাবিই না! লিখার জন্য বোধহয়
আসলে নিজের জন্য সময় বের করা প্রয়োজন, আমি নিজের জন্য সময় বের করাই ভুলে গেছি...লম্বা একটা সময়
ছুটি কাটিয়েও আমি আজকাল আর নিজের জন্য সময় বের করতে পারি না! চেষ্টাও করি না আসলে...প্রিয়মুখগুলোর
মাঝে ডুবে থাকতেই ভালো লাগে...
আজকের এই এতগুলো কথা আসলে কাউকে বলার জন্য বা কেউ পড়বে সেজন্য নয়, নিজেকেই কিছু বলার চেষ্টা
করছি...একটু হয়তো নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি! সেটাও নিজের জন্য না...তোমার জন্য...তোমার জন্য

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪

কখনো ঘাবরে যাবেন না

পরিস্থিতি সব সময় আপনার সাপোর্টে থাকবে না এটাই স্বাভাবিক। ভুল মানুষেই হয়। সো খারাপ পরিস্থিতি আসতেই পারে। পরিস্থিতি খারাপ হলে অযথা ভাবতে বসবেন না কেন খারাপ হল, কারন ভাবতে বসে ইস ইস করে মানে ইস যদি ওটা করতাম, ইস যদি ওটা না করে এটা করতাম… ব্লা ব্লা ব্লা … এটা করে কোন লাভ নেই, আজ পর্যন্ত হয়ও নি আর কোনদিন হবেও না। তাই মাথা থেকে এটা ঝেরে ফেলুন। প্রথমে আপনাকে যা করতে হবে তা হল একটা জায়গায় স্থির হয়ে বসুন, পরিস্থিতিকে মেনে নিন, ধরে নিন এটাই হওয়ার কথা ছিলো তারপর সর্বশেষ অবস্থান থেকে ভাবতে শুরু করুন। প্রথমে ভাবুন আর কি কি খারাপ হতে পারে, এরপর যতগুলা এড়ানো সম্ভব অতগুলা এড়িয়ে বাকি গুলা মেনে নিন। মন কে শান্ত রাখুন। সকলের সামনে এমন ভাব ধরুন যেন কিছুই হয়নি, অই মুহুর্তের জন্য মনে করে নিবেন কিছু হয়নি এমন ভাব ধরাটাই আপনার প্রধান কাজ তাহলে দেখবেন মন শান্ত হবে। মন শান্ত থাকলে আপনি কখন ঘাবরাবেন না। আপনি শক্ত থাকলে পরিস্থিতি যতই খারাপ হোক আপনাকে আটকাতে পারবে না। একটা জিনিষ সব সময় মনে রাখবেন, “ঘাবরে গেলেন তো মরে গেলেন।”

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required