রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

সাভার ট্রাজেডি

বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কিছুই বলার নাই। এরা যখন যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মন চাইলেই কোন অবৈদ্ধ জায়গায় বিল্ডিং বানাচ্ছে। আবার মন চাইলেই তা ভেঙ্গে দিচ্ছে ।যদিও অনেক বিল্ডিং ভাংতে হচ্ছে না , এগুলো আপনা আপনিই ভেঙ্গে পড়ছে আর মারা যাচ্ছে অসংখ্য পশু (ছাগল , ভেড়া টাইপ) গৃহপালিত। পশু বললাম এই কারনে কারন তারা মানুষ নয়। তারা হচ্ছে গিয়ে হালের বলদ। হালের বলদ দিয়ে যেমন যখন দরকার খাটিয়ে নেয়া হয় , এদেশের শ্রমিক দের অবস্থা ও সেরকম। হালের বলদ রা তাদের কাছের জন্য যে পরিমান পারিশ্রমিক পায় সে পরিমান পারিশ্রমিক তারাও পায়। মানে হালের বলদ রা পায় মারপিট + অল্প পরিমান খাবার তেমনি শ্রমিকরা পায় মারপিট +খুবই অল্প পরিমান টাকা। তো যাই হোক পার্থক্য এটুকুই যে হালের বলদ দুর্ঘটনায় মরলে মালিক রা যেমন সামান্য কষ্ট পায় , কোন শ্রমিক মারা গেলে তারা সে পরিমান কষ্ট ও পায় না।যাই হোক এসব বলে লাভ নেই। মূল কথা হল এসব ঠেকাতে হবে। আমি কিছুদিন আগে ঘটে যাওয়া রানা প্লাজার ঘটনার কথা বলছি। আমি আসলে পুরো ঘটনার জবাব চাই। >একটা অবৈধ্য জায়গায় একটা বিল্ডিং হল কিভাবে?>বিল্ডিং এ অতিরিক্ত তিন তালা কিভাবে হল, নিষেধ থাকা স্বত্বেও?>অতিরিক্ত তালাতেই কেন ভারি যন্ত্র রাখা হল?>দেয়ালে ফাটল ধরার খবর পাওয়ার পর ও কেন শ্রমিকদের জোর করে বিল্ডিং ঢুকানো হল? >বিল্ডিং ভেঙ্গে যে এতগুলো শ্রমিক মারা গেল এর জন্য দায়ি কে??এ প্রশ্ন গুলো শুধু আমার নয়, সারা দেশের মানুষের। আমরা এর জবাব চাই। এর জবাব আমাদের দিতেই হবে,..,........

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required