শনিবার, ৩১ মে, ২০১৪

পেন্ড্রাইভ এর সব ডাটা শর্টকার্ট হয়ে গেছে? নিন মুহূর্তেই সমাধান!!


কেমন আছেন সবাই? আশা করি ভাল আজ আমি আপনাদের জন্য খুব দরকারি একটি পোস্ট নিয়ে এসেছি আশা করি ভাল লাগবে!  প্রায়ই দেখা যায় আপনি আপনার কোন বন্ধুর পিসিতে আপনার পেন্ড্রাইভ প্রবেশ করালেন কিন্তু আপনি দেখলেন আপনার পেন্ড্রাইভ এর সব কিছু শর্টকাট হয়ে গেছে! কিন্তু এখানে তো আপনার অনেক দরকারি ডাটা ছিল, যা আর ফিরিয়ে আনতে পারছেন না। অনেক সময় এই সমস্যা ধীরে ধীরে পুরো পিসিতেই ছড়িয়ে পরে, শেষ পর্যন্ত অনেককেই দেখা যায় আর উপায় না পেয়ে উইন্ডোজ দেয়।
এখন আপনি কিছু স্টেপ এর মাধ্যমে সহজেই এ থেকে পরিত্রান পেতে পারেন। কিভাবে করবেন কাজটা অনেক ছোট্ট ও কম ঝামেলাপূর্ণ অর্থাৎ সহজেই আপনার ডাটাগুলো কে শর্টকাট থেকে আগের মত করতে পারেন।

এজন্য আপনাকে যা করতে হবে, প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে Usb Fix সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সাইজ 3.5MB
এটি একটি rar ফাইল হিসেবে পাবেন, প্রথমে এন্টিভাইরাস ডীজেবল করে নিন। এরপর winrar/winzip দিয়ে ডাউনলোড করা ফাইল টা Extract করে নিন। এরপর Txt ফাইল টি পড়ুন।
এরপর Usb Fix.exe ফাইলটিতে রাইট ক্লিক করে Run As Administrator দিন। তারপর সফটওয়্যারটি ওপেন হলে Clean PC তে
ক্লিক করুন। এরপর পুরো পিসি স্ক্যান হয়ে সব শর্টকাট (ফাইল শর্টকাট) অটোমেটিক ডিলিট করে দিবে। 
এবার ইনজয় করুন। ☺

Download link: Click Here. অথবা Click Here.

স্কিন শর্টঃ

                                      Earn Money or Facebook Like

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required