শনিবার, ২৮ জুন, ২০১৪

কম্পিউটারে খুব সহজে স্কিন শর্ট নেওয়ার সিস্টেম


নিচের পদ্ধতি অনুসরন করুন...

উইন্ডোজ এক্স পি / ৭ :
                               প্রথমে স্টার্ট মেনু তে যান। সেখানে গিয়ে সার্চ করুন "SnippingTool". এই নামের এ এপস টি পাবেন সেটি ওপেন করুন। এবার নিউ তে ক্লিক করুন। এখন আপনার পেইজ টি সাদা হয়ে যাবে এখন মাউসের রাইট বার্টনে ক্লিক করে সেটুকু সিলেক্ট করবেন সেটুকুর স্কিন সর্ট হয়ে যাবে। এরপর আপনার যেখানে খুশি সেভ করে নিন... :)


উইন্ডোজ ৮ : 
                         ওই একি নিয়ম। যেহেতু উইন্ডোজ ৮ এ সেভেন বা এক্সপি এর মত স্টার্টঁ মেনু থাকে না। তাই আপনাকে ডান পাশের উপরের কর্নারে মাউস নিয়ে স্টার্ট মেনু ওপেন করতে পারবেন। এখন  সার্চ করুন "SnippingTool". এই নামের এ এপস টি পাবেন সেটি ওপেন করুন। এবার নিউ তে ক্লিক করুন। এখন আপনার পেইজ টি সাদা হয়ে যাবে এখন মাউসের রাইট বার্টনে ক্লিক করে সেটুকু সিলেক্ট করবেন সেটুকুর স্কিন সর্ট হয়ে যাবে। এরপর আপনার যেখানে খুশি সেভ করে নিন... :)

******************************************************************************************************************************************************************
আপনি যদি ভালো করে না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিও টি দেখুন...

নতুন পোষ্ট আপডেট ইমেইলের মাধ্যমে জানুন

* indicates required